স্টাফ রিপোর্টার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৩টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি গ্রুপে ৩ জন বিজয়ীকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২০ জুনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদের সভাপতিত্বে বিচারকের দায়িত্বে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা নুরুন্নাহার বকুল ও জেলা শিশু একাডেমির প্রশিক্ষক অজিত দত্ত।
এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত