চাঁদপুরে চুরি ছিনতাই রোধে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার
ইদানিং চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর মডেল থানা পুলিশ মোটর শোভাযাত্রা নিয়ে অভিযানের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মো. আব্দুর রবের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মোটর শোভাযাত্রা নিয়ে অভিযানের কার্যক্রম শুরু করা হয়।
পুলিশ পরিদর্শক মো. আব্দুর রবের জানান, চাঁদপুর শহরে ইদানিং পাড়া মহল্লা, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যার ফলে এই চুরি রোধকল্পে পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম’র নির্দেশে ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিমের সহযোগিতায় এই অভিযানের কার্যক্রম শুরু করা হচ্ছে। চাঁদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় এই অভিযান পরিচালনা করা হবে।