চাঁদপুরে জনতা ব্যাংক জোনাল শাখার ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর জোনাল শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের হাজি মহসীন রোডস্থ একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনতা ব্যাংক পুরাণ বাজার শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মতলব শাখা ব্যবস্থাপক শাহজালালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এজিএম মো. শাহ্ আলম মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অফিসার মো. শাহজাহান হারুন ও সিবিএ সভাপতি মো. শরীফ উল্যাহ ও সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।
সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।