উন্নত দেশে চালক একটি সম্মানিত পেশা
…….. মোহাম্মদ মোহসীন উদ্দিন
স্টাফ রিপোর্টার
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, এ দেশে লক্ষ লক্ষ ছাত্র-জনতা আছে। সবার মাধ্যমে যদি পরিবারকে সচেতন করতে পারি। তাহলে নিরাপদ সড়ক সম্ভব হবে। কেননা বাংলাদেশ লক্ষ লক্ষ ছাত্র-জনতা আছে। যারা নিরাপদ সড়ক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে তার পরিবারকে জানাতে পারবে। আর যখন সবাই সচেতন হবে তখন নিরাপদ সড়ক বাস্তবায়ন হবে। উন্নত বিশ্বে ছাত্র-শিক্ষক সবাই নিরাপদ সড়ক বিষয়ে জ্ঞান রাখেন এবং সড়কে আইন মেনে চলাচল করেন। কিন্তু আমাদের দেশে যারা চালক তারা অত উচ্চশিক্ষিত নন। অভিজ্ঞতার আলোকে অথবা নামমাত্র পড়াশোনা করে চালক হয়েছেন। বিভিন্ন দেশে রাষ্ট্রপতি যিনি তিনিও গাড়ি চালাতে পারেন এবং সেখানে যারা চালাক তাদের সবাই সম্মান করে। উন্নত দেশে চালক একটি সম্মানীয় পেশা।
তিনি আরো বলেন, আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই সেখানে উচ্চ শিক্ষিত লোকেরা ড্রাইভিং করে এবং রাস্তায় নামলে প্রশিক্ষণ অংশ নেন। তারপর তারা গাড়ি চালান। আর আমাদের দেশে একজন ড্রাইভার এর যোগ্যতা লাগে অষ্টম শ্রেণি পাস। ড্রাইভারের নেই কোনো প্রশিক্ষণ। সামান্য অভিজ্ঞতা নিয়েই সড়কে গাড়ি নিয়ে নেমে আসেন। নিরাপদ সড়ক বিষয়ে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। তাহলেই আমরা নিরাপদ সড়ক করতে সক্ষম হব।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব।
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জি. মো. আনোয়ার হোসেন, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ।
২৩ অক্টোবর, ২০২৪।
