নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে মাদক মামলার আসামিকে পুলিশ ধরতে গিয়ে পানিতে ডুবে ছফিউল্ল্যাহ ছবু (৬০) মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, শাহরাস্তি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের কুড়িঁ বাড়ির মৃত তৈয়ব আলীর ছেলে মাদক মামলার আসামি ওয়ারেন্টভুক্ত আসামি মো. ছফিউল্ল্যাহ ছবু পানিতে পড়ে মারা যায়। তার ৩ ছেলে ও ২ মেয়ে।
জানা যায়, মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছফিউল্ল্যাহ ছবুকে ধরার জন্য গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় শাহরাস্তি থানা পুলিশের এসআই সাদ্দাম হোসেন শ্রীপুর কুড়ি বাড়ীতে যায়। এসময় আসামি ছফিউল্ল্যাহ ছবু পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে তার বাড়ির পার্শ¦বর্তী শাহরাস্তি মাজার সংলগ্ন দিঘিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে তার পরিবারের ও বাড়ির লোকজন তার সাড়া শব্দ না পেয়ে জেলে এনে দিঘিতে জাল ফেলে ১ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে। এসময় শাহরাস্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা লাশ উদ্ধারে সহায়তা করেন।
পরে শাহরাস্তি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত, সিনিয়র এএসপি (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করেন।
২৩ অক্টোবর, ২০২৪।