চাঁদপুরে জাতীয় যুবজোটের মানববন্ধন ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
‘যুবরা লড়বে, নতুন পৃথিবী গড়বে’ এ শ্লোগানকে ধারণ করে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় যুবজোট চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের ডিএন উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাজার নিয়ন্ত্রণ, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বেকারদের চাকরি, বেকার-ভাতা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে এ মানবন্ধন ও আলোচনার আয়োজন করেন সংগঠনটি।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী শিকদার।
জাতীয় যুবজোট কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক এবং জাতীয় যুবজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোল্লা শাহজাহান সিরাজ, সম্পাদক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রবি দাস, জাসদ জেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন বিশ্বাস প্রমুখ।
এসময় জাসদ, জাতীয় যুবজোট ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৫ মার্চ, ২০২১।