স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা চাঁদপুর সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজন মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের বিপণীবাগস্থ পার্টি হাউসে অনুষ্ঠানের শুরুতে মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে শোকসভায় অনুষ্ঠিত হয়েছে। পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনা বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ মহসীন খান, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক মো. শাহাজাহান মাতব্বর, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিজি, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন দর্জি, জেলা যুব সংহতির আহ্বায়ক মো. ফেরদৌস খান, সদস্য সচিব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী, কেন্দ্রিয় ছাত্র সমাজের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন পাটওয়ারী, সাবেক সদস্য মো. নাজমুল হোসেন গাজী, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন ঢালী।
শোকসভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজে জামে মসজিদের ইমাম হাফেজ মোল্লা মোহাম্মদ নিজামুল হক।
এ সময় উপস্থিতি ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মাও. জাকির হোসেন হিরু, জেলা মহিলা পার্টির আহ্বায়ক মর্জিনা বেগম, সদস্য সচিব ফারিয়া চৌধুরী সেলিনা, পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম খান, পৌর যুব সংহতির সদস্য সচিব মোজাম্মেল হোসেন মারুফ, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেন্তু বেপারী, সহ-সভাপতি আলী মুন্সি, সাগর মিয়া, সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিজান গাজী, সাধারণ সম্পাদক রফিক মিজি, সাংগঠনিক সম্পাদক মমিন গাজী, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা আল আমিন, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মিজি, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, সহ-সভাপতি হেলাল খান, বিটু ছৈয়াল, সদস্য কবির শেখ, হাফেজ ঢালী, ১০নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খা, নেতা মনির চাপলাসী, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির গাজী, ১২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম কালু, সিনিয়র সহ-সভাপতি (অব দারোগা) মুনসুর আলী আখন, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, প্রচার সম্পাদক রশিদ গাজী, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ঢালী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ডা. জাহাঙ্গীরসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদের রাজনীতি করেছেন দেশের ও মানুষের জন্য। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। গরিবের হজের দিন শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন হুসাইন মুহাম্মদ এরশাদ।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ গত রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। গত মঙ্গলবার মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদ রংপুরে নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হয়।
১৮ জুলাই, ২০১৯।