স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জামেয়া ইসলামিয়া এমদাদুল উলূম মাদরাসা ও এতিমখানার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের ঢালী ঘাট এলাকায় মাদরাসা প্রাঙ্গণে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মাহফুজুর রহমান টুটুল।
তিনি তার বক্তব্যে বলেন, মাদরাসার শিক্ষার্থীদের ইসলামের সঠিক শিক্ষা দিতে হবে। জঙ্গি ও মৌলবাদ থেকে সতর্ক থাকতে হবে।
মদরাসার সাধারণ সম্পাদক ও বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো. জাহিদ হাসান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আঃ গণি, মাদরাসার ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোফাজ্জল খান, সদস্য বিল্লাল বেপারী, দিদার খান, হাজী ওহাব খান, আরিফুল ইসলাম, রাসেল গাজী, ফারুক বেপারী, মাদরাসা মসজিদের সভাপতি দিপু খানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থীরা।
ইফতার মাহফিলে ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাও. মনিরুল ইসলাম।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে জামেয়া ইসলামিয়া এমদাদুল উলূম মাদরাসা ও এতিমখানার ইফতার ও দোয়া