নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
…………………….জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠান চাঁদপুর স্টেডিয়াম মাঠে ২৫টি ইভেন্টে ৭৫ জন ছাত্র-ছাত্রী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশপ্রেম নিয়ে সুনাগরিক হওয়ার শিক্ষা তৃণমূল থেকে অর্জন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সৎ যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সমস্ত কর্ম ও জীবন উজ্জ্বল হয় নিজের উদ্যম থেকে। এ শিক্ষা প্রাথমিক লেভেল থেকেই শিখতে হয়। তাহলে বিশ্ববিদ্যালয়ে গিয়েও চেঞ্জ হয় না। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হয় আর কয়জন। এজন্যই ছাত্র-ছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়েই শিখার বয়স।
তিনি আরো বলেন, চাঁদপুরের পরিবেশ অনেক সুন্দর। তাই একটা চাকরি নিলাম স্কুলে। সকাল ৯টার সময় গেলাম ৫টা পর্যন্ত সময় পার করলাম। কিন্ত তার কাছ থেকে কিছুই শিখতে পারলো না ছাত্র-ছাত্রীরা। মতলবে একজন শিক্ষক ছিলেন ওয়ালী উল্লাহ স্যার। তিনি তাঁর কর্মের মধ্যে আজও বেঁচে আছেন। তাই কর্মকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
সকালে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঈনুল হাসান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান প্রমুখ।
চাঁদপুর সদর সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর ও সেনগাঁও সপ্রাবির শিক্ষক মো. এমরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দক্ষিণ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. মো. আবদুর রহমান। গীতা পাঠ করেন নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজল কুমার দে।