বিদ্যুৎ, পানি, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ, পানি, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের এসময় পুলিশের বাঁধার কারণে অনেকটা তড়িঘড়ি করে মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, অ্যাড. হারুনুর রশিদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহনুর বেপারী শানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, পৌর স্বেচ্ছাসেবকের আহ্বায়ক মেরাজ চোকদার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হেসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হেসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এদিকে বিএনপির পূর্বঘোষিত মানববন্ধন উপলক্ষে সকাল থেকেই বিএনপির কার্যালয়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। মানববন্ধন শুরু করলে যানজটের সমস্যার কারণে মানববন্ধনে বাঁধা দেয় পুলিশ। পরে অনেকটা তড়িঘড়ি করে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন শেষ করা হয়। মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম।