মডেল থানায় অভিযোগ
চাঁদপুরে জ্বিনের ভয় দেখিয়ে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর বাবুরহাট দাসাদী গ্রামে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় ফাতেমা বেগম বাদী হয়ে আয়শা আক্তার, হাসমতি বেগম, রিপন গাজী, সিরাজ তালুকদারের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের সূত্রে ও ফাতেমা বেগম জানান, আয়শা আক্তার আমার বাড়ির কাজে সহায়তা করতো। ২ বছর ধরে আমাকে বিভিন্ন জ্বিনের কথা বলে আমার মনে ভয় সৃষ্টি করেছে। ১ বছর আগে আয়শা আক্তার আমাকে একটি মোবাইল নম্বর দিয়ে বল, ঐ নম্বরে ফোন দিয়ে আমি আমার যাবতীয় সমস্যা বলার জন্য। সমস্যার কথা বললে জ্বিন আমার সকল সমস্যা সমাধান করে দিবে। আমি সরল মনে বিশ্বাস করে জ্বিনের সাথে কথা বলি। এক পর্যায় আয়শা আক্তার নকল জ্বিন সেজে আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বার্তা বলে নগদ প্রায় ৫ লাখ টাকাসহ আমার স্বর্ণালঙ্কার বাবদ ২ লাখ ৫০ হাজার হাতিয়ে নেয়। এ বিষয়ে আমার পরিবারের লোকজনের কাছে কিছু বলতে গেলে আয়শা আক্তার জ্বিন সেজে কারো কাছে কিছু না বলার জন্য হুমকি-ধমকি দেয়। পরে আয়শা আক্তারের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমার ছেলে সজিব খানকে বিষয়টি অবগত করি। পরে বিষয়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে শলিস বসে। শলিসের লোকজন উভয়ের কথা শুনে আত্মসাৎকৃত অর্থ ও স্বর্ণলঙ্কার বাবদ নগদ ২ লাখ টাকা দেওয়ার জন্য সিধান্ত হয়। আয়শা আক্তার এখনো আমাকে কোন টাকা ফেরত দেয় নি বরণ আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকিসহ নানা ভয়-ভীতি দেখায়। শুধু তাই নয় আমাকে এবং পরিবারের লোকজদের মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে জেলের ভাত খাওয়ার হুমকি দেয়।