চাঁদপুরে টিআই নাছিরের সহযোগী টিপু আটক

গোপনে মোটর সাইকেল বিক্রির হোতা

স্টাফ রিপোর্টার
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাছিরের সহযোগিতায় অবৈধ মোটর সাইকেলগুলো গোপনে অবৈধভাবে বিক্রি করে বহু অপকর্মের হোতা টিআই’র সোর্স পালপাড়ার ভাড়াটিয়া জয়নাল আবেদীনের ছেলে ফরিদ আবেদ টিপু। কাগজপত্রহীন জব্দ ও আটক মোটর সাইকেল বিক্রির ব্যবস্থা নেয় এই দালাল টিপু। আর এ বিষয়ে সস্পূর্ণ সহযোগিতা করে টিআই নাছির উদ্দিন। এরকমই একটি ঘটনা ঘটে চট্টগ্রাম বড়হাতিয়া লোহাগড়া এলাকার আয়াজ মাহমুদ ইমনের সাথে। সম্প্রতি এ বিষয়ে আয়াজ মাহমুদ ইমন চাঁদপুর পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিক্রয় ডটকম’র বিজ্ঞাপনের মাধ্যমে ট্রাফিক পুলিশের কার্যালয়ের জব্দ ও আটক মোটর সাইকেলের ছবি দেয় দালাল টিপু। সেই সুবাদে যোগাযোগ টিপুর সাথে। যোগাযোগকারী দালাল টিপু জানায়, মোটর সাইকেলগুলো কাগজপত্র সম্পন্ন এবং কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে টিআই নাছির ও দালাল টিপুর কাছ থেকে ১ লাখ ৮৫ হাজার টাকা দিয়ে ২টি গাড়ি কিনে। মোটর সাইকেলগুলোর দাম তুলনামূলক কম হওয়ায় পরবর্তীতে আয়াজ মাহমুদ ইমনের বন্ধুরা মোটর সাইকেল কেনার আগ্রহ প্রকাশ করে। সেমতে টিপুর সাথে যোগাযোগ করলে সে ট্রাফিক পুলিশের কার্যালয়ে আটক মোটর সাইকেলের ছবি তুলে পাঠায়। এরপর আয়াজ মোটর সাইকেলগুলো দেখতে সরাসরি চাঁদপুর ট্রাফিক পুলিশের কার্যালয়ে এসে ৬টি মোটর সাইকেল পছন্দ করে।
দালাল টিপু জানায়, মোটর সাইকেলগুলোর স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, ডিজিটাল নম্বর প্লেট এবং সব লিগ্যাল কাগজপত্র চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর নাছির উদ্দিনের মাধ্যমে ব্যবস্থা করে দিবে এবং সবকিছু সম্পন্ন করে ৬টি গাড়ি ৪ লাখ ১৫ হাজার টাকা আয়াজের কাছ থেকে গ্রহণ করে দালাল টিপু। কিছুদিন পরই আয়াজ জানতে পারে দালাল টিপু ভুয়া কাগজপত্রের মাধ্যমেই টিআই নাছিরসহ গাড়ি বিক্রি করে। আগের ক্রয়কৃত মোটর সাইকেলগুলোর কাগজপত্রও ভুয়া এবং বৈধ নয়। পরবর্তী দালাল টিপুর সাথে যোগাযোগ করে মোটর সাইকেল ক্রয় না করে টাকাগুলো ফেরত চাইলে দালাল টিপু ও টিআই নাছির সময়ক্ষেপণ করতে থাকে।
গত বুধবার স্ব-শরীরে উপস্থিত হয়ে আয়াজ পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ডিবি’র এসআই মামুন ছায়াবাণী মোড় থেকে দালাল টিপুকে আটক করে। দালাল টিপু ঘটনার সত্যতা স্বীকার করে।
ভুক্তভোগী আয়াজ মাহমুদ জানায়, দালাল টিপু ট্রাফিক পুলিশের কার্যালয়ে কাগজপত্রহীন মোটর সাইকেলগুলো বিক্রয় ডটকমের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে এবং ভুয়া কাগজপত্র তৈরি করে টিআই নাছিরসহ বিক্রি করে। আমার সাথেও একই ঘটনা ঘটেছে।
জানা যায়, দালাল টিপু দীর্ঘদিন থেকেই ট্রাফিক পুলিশের টিআই নাছিরসহ আরো দু’একজনের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক রেখে কাগজপত্র ছাড়াই আটক ও জব্দকৃত মোটর সাইকেল ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করে। শুধু তাই নয়, টিআই নাছিরসহ যার গাড়ি আটক করে তার কাছেই আমার মোটা অংকের টাকার বিনিময়ে গাড়ি ফেরত দেয়। দালাল টিপু মোটর সাইকেল ডুপ্লিকেট কাগজপত্র তৈরি সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সে বিভিন্ন লোকজনকে সরকারি ও বেসরকারি চাকরি নেয়ার কথা বলেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে টিআই নাছির জানায়, কে বা কারা ষড়যন্ত্রপূর্বক আমাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ দায়ের করেছে। হয়তো আমি আয়াজ নামের ওই ব্যক্তির গাড়ির আটক করেছিলাম কাগজপত্র না থাকার কারণে। সে কারণেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে।
চাঁদপুরের মোটর সাইকেলসহ বিভিন্ন গাড়ির মালিকরা ট্রাফিক ইন্সপেক্টর নাছির ও দালাল টিপুর প্রতি বহুদিন ধরেই ক্ষুব্ধ। মোটর সাইকেলের কাগজপত্র না থাকলে তা মামলা দিয়ে ছেড়ে দেয়ার নিয়ম থাকলেও তা না করে গাড়ি আটকে রেখে মোটা অঙ্কের টাকার বিনিময় হলেই গাড়ি ছাড়ে। আবার টাকা দিতে অপারগ হলে আরেকজনের কাছে ভুয়া কাগজপত্র তৈরি করে অন্যজনের কাছে বিক্রি করে। এ হয়রানির যথাযথ ব্যবস্থাগ্রহণ করার দাবি ভুক্তভোগীদের।