স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ট্রাফিক পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ২ ঘণ্টার মধ্যে মোট ৩৮ মামলার বিপরীতে অবৈধভাবে চলাচলকারী ১১টি সিএনজি মোটর সাইকেল আটক করে। অভিযানকালে মৌখিকভাবে আরো ৩৫টি অবৈধ যানবাহনকে সতর্ক করে দিয়ে ছেড়ে দিয়েছে। গত শনিবার পুলিশ লাইন্সের সামনে সন্ধ্যায় এ অভিযানকালে ২২ হাজার টাকা জরিমানা আদায় করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। চাঁদপুরের ট্রাফিক সার্জেন্ট ৩৮টি মামলা করেছে। সড়কে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান কার্যকম চালিয়ে যাবে।
২২ জুলাই, ২০১৯।