কানে হেডফোন দিয়ে রেললাইনে হাটতে গিয়ে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে ট্রেনের ধাক্কায় এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। আহত যুবককে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে শহরের ছায়াবাণী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় রা জানায়, শহরের হাজী মহসিন রোড এলাকার গাঙ্গুলি পাড়ার মৃত আলী আহমেদ এর ছেলে মো. জাকির হোসেন (৪০) কানের মধ্যে মোবাইলে হেডফোন লাগিয়ে দুপুর ২টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাটছিল। চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেন কোর্ট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাকির হোসেনকে রেললাইনের পাশ দিয়ে হাটতে দেখে গাড়িচালক বহুবার হর্ন দিতে থাকে। কিন্তু জাকির হোসেন কানে হেডফোন থাকায় ট্রেনের হর্ন শুনতে পাননি। পরে ট্রেনটি জাকির হোসেনকে ধাক্কা দিয়ে রেললাইনের পাশে ফেলে চলে যায়। সাগরিকা ট্রেনের ধাকায় জাকির হোসেনের মাথায় ও পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। তার পায়ের হাড় ভেঙে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জাকির হোসেনকে বিকেল সোয়া ৩টায় জাকির হোসেনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক মো. মিজানুর রহমান জানান, আহত ব্যক্তির মাথায় ১০/১২টি সেলাই দেওয়া হয়েছে। তার একটি পায়ের হাড় ভেঙে শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।