মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ-উয়ারুকের রেলওয়ে কিলোমিটার নং ১২৫৫/১৫৬ এর মাঝখানে এনায়েতপুর নামক স্থানে পাথর বোঝাই ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত অনুমান ৩০ বছরের এক নারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় শাহরাস্তি উপজেলার মেহারগামী রেললাইনে নিয়োজিত গ্যাংকার নামক ট্রেনের নিচে পড়ে। ঘটনার পরই চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোহাগ মিয়াজী ঐ নারীর মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার আলম জানান, অজ্ঞাত নারী পাথর বোঝাই ট্রেনের সামনে লাফালাফি করছিল। এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে কাটা যায় বলে গ্যাংকারের চালক তাকে জানিয়েছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্বার করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় না পাওয়া গেলে লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার কাছে হস্তান্তর করা হবে। তার পরনে ছাপার প্রিন্ট কাপড় ও বোরকা পরিহিত ছিল। তবে তার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না।
হাজীগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, হাজীগঞ্জ এলাকায় রেলওয়ের কাজে নিয়োজিত ট্রেন কাজ করছিল। এ অজ্ঞাত নারী পাথরবোঝাই গ্যাংকারের নিচে পড়ে মারা যায়। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরে রেলওয়ে পুলিশ নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর নিয়ে যায়। এ রিপোট লেখা পর্যন্ত নারীর কোন পরিচয় মিলেনি বলে পুলিশ জানান।