চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করা হয়েছে। এসময় আটকদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলো- হাজীগঞ্জ রাজারগাঁও বেপারী বাড়ির রিয়াজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম প্রকাশ জঙ্গু (৩৫), উত্তর আশিকাটি প্রধানিয়া বাড়ির মৃত শাজাহান প্রধানিয়ার ছেলে ইব্রাহিম প্রধানিয়া (২৮) ও বাহের খুলিশাডুলি মিজি বাড়ির জাহগাঙ্গীর মিজির ছেলে সাঈদ মিজি (২০)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কল্যাণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মন্নান মালের বাবুরহাটস্থ টিন সেটের বাড়ির ভাড়াটে সাঈদ মিজির কক্ষ থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের এসআই মামুনুর রশীদের সরকার, এএসআই নেছার ও ফখরুল কল্যাণপুর ইউপির সাবেক চেয়ারম্যান মান্নান মালের বাবুরহাটস্থ টিন সেটের বাড়ির ভাড়াটে সাঈদ মিজির কক্ষ থেকে অভিযান পরিচালনা করেন। ঐ কক্ষের নজরুল ইসলাম প্রকাশ জঙ্গুর দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে পলিথিনের মোড়ানো ১৭ পিস নীল রঙয়ের ইয়াবা উদ্ধার করে। এসময় নজরুল ইসলাম প্রকাশ জঙ্গু , সেবনের দায়ে ইব্রাহিম প্রধানিয়া ও সাঈদ মিজিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।