চাঁদপুরে দৃষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু তোরণ’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

dav

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর শহরে প্রবেশদ্বার বাবুরহাটে জেলা পরিষদের অর্থায়নে দৃর্ষ্টিনন্দন ‘বঙ্গবন্ধু গেট’ তোরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টায় গেইটে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলির অর্পণের মধ্য দিয়ে তোরণটির উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী।
উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশের। তারই কন্যা প্রধানমন্ত্রীর হাত ধরে ধীরে ধীরে তা বাস্তবায়নের পথে। আজকে চাঁদপুরে জেলা পরিষদের অর্থায়নে যে বঙ্গবন্ধু তোরনের উদ্বোধন হলো তা একটি বড় দৃষ্টান্ত হয়ে যুগ যুগ দাঁড়িয়ে থাকবে। যা ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করবে এ তোরণ। তোরণের পাশে একটি লাইব্রেরি নির্মাণের প্রস্তাব করা হয়েছে যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিবে বলে আমি বিশ্বাস করি।
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহীম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধ হানিফ পাটওয়ারী, এনএসআই’র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।
১৮ মার্চ, ২০২১।