চাঁদপুরে নকল কারখানা সিলগালা

২ লাখ টাকা দন্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারের মৃধা বাড়ি এলাকায় পানীয়, তেল, ডিটারজেন্ট ও তেঁতুলের চাটনি তৈরির একটি নকল কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদ পাভেজ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। এসময় কারখানায় কর্মরত সাগর, রুবেল মিজি, মেহেদী মিজি নামের তিন শ্রমিককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ‘তুরাগ’ নামের নকল পণ্য তৈরির কারখানাটি সিলগালা করে দেয়। এবং কারখানার পরিচালক মো. তানভীরকে ২ লাখ টাকা দ- অনাদায়ে ১ মাসের কারাদ- প্রদান করা হয়। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পাভেজ চৌধুরী জানান, শহরের ওয়্যারলেস বাজার এলাকায় আমজাদ হোসেন বেপারীর একটি টিনসেডের ঘর ভাড়া নিয়ে মতলব উত্তর উপজেলার সাইফুল ও তানভীর ‘তুরাগ’ নাম দিয়ে অবৈধভাবে নকল পানীয়, সরিষার তেল, ডিটারজেন্ট ও তেঁতুলের আচার তৈরি করে আসছিল। খবর পেয়ে আমরা এই নকল কারখানায় অভিযান চালাই। এসময় বিপুলসংখ্যক নকল পানীয়, তেল, ডিটারজেন্ট ও আচারসহ ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাষ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা ও অর্থদ- প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম জানান, বৈধ কাগজপত্র না থাকা এবং নকল পণ্যদ্রব্য উৎপাদনের দায়ে তুরাগ নামের কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সাথে কারখানার পরিচালক মো. তানভীরকে নগদ ২ লাখ টাকা দ-, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এছাড়া কারখানায় কর্মরত শ্রমিকদের ভবিষ্যতের জন্যে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।