প্রার্থীরা নিজ যোগ্যতা বলবেন এবং ভোট চাইবেন
………সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি
স্টাফ রিপোর্টার
চাঁদপুর বড় স্টেশন মোলহেডে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়। সোমবার (১৩ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এমনকি দলীয়ভাবে সমর্থনও দেওয়া হয়নি। দলের সিদ্ধান্তে স্থানীয় এমপি ও মন্ত্রীরা অন্যায় কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। এই নির্দেশনাগুলো আছে। উপজেলা পরিষদ নির্বাচনে বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি না করার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানাই।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রায় সবাই একই আদর্শের। নির্বাচন শেষে সবাই একত্রিত হয়ে পুনরায় কাজ করবেন। তাই প্রার্থীরা কেউ যেন এমন কোনো কাজ না করেন যাতে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি বলেন, প্রার্থীরা যেন একে অন্যের বিরুদ্ধে কোনো বিষোদগার না করেন। প্রার্থীরা তাদের নিজের যোগ্যতা সম্পর্কে ভোটারদের বলবেন এবং ভোট চাইবেন। কোনো নেতাকর্মীকের অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবেন না। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমি বিশ্বাস করি আগামি ২১ মে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার কোনো চাপ ছাড়া পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এর আগেও চাঁদপুর থেকে হাইমচর নদী তীর সংরক্ষণের কাজ হয়েছে। ওই কাজটিও খুবই সুন্দর হয়েছে। কারণ তখন কাজ চলাকালীন জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, অন্যান্য পেশার লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ কাজের মান দেখেছেন। কোথাও কাজের অনিয়ম হলে তা জানিয়েছেন। এবারও শহর সংরক্ষণ পুনর্বাসন কাজ শুরু হলে সেভাবেই কাজের তত্ত্বাবধান করা হবে।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
১৪ মে, ২০২৪।