চাঁদপুরে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-মতলব সড়কের চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা সংলগ্ন হোসেনপুর রাস্তার পাশের রফিকুল ইসলামের পাটের গোডাউনে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় পাটের গোডাউনের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে দাবী করেছেন পাটের মালিক মো. রফিকুল ইসলাম মিয়া।
ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-মতলব সড়কের চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা সংলগ্ন হোসেনপুর রাস্তার পাশের রফিকুল ইসলামের পাটের গোডাউনে। ঘটনার ৩০ মিনিটের মধ্যে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষ পেয়েছে পাটের গোডাউনের পাট ও এলাকার অসংখ্য বাড়ি ঘর।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাপক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কিভাবে অগ্নিকান্ড হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাপ জানান এখই সম্ভব না। পরে তা’ জানানো হবে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর অনুমান ১২টার দিকে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকার মতলব রোডে রফিক মিয়ার পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়।
এলাকাবাসী দেখতে পায় হঠাৎ পাটের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা ও ধুয়া বের হতে থাকে। কিছুক্ষন পরেই আগুনের লেলিহান শিখা ও তাপ বাড়তে থাকে দেখে এলাকাবাসী। তাৎক্ষনিক তখন এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। কিছুক্ষনের মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের (দমকল কর্মীদের) কর্মীরা ঘটনাস্থলে এসে পৌছে।
কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এলাকাবাসী জানান, এ অগ্নিকান্ডে পাটের গোডাউনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ গোডাউনে ইতোপূর্বে আরো কয়েকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

১৩ মার্চ, ২০২২।