চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ডি কে সোলায়মান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে নন্দনী সরকার (৫) ও অহনা সরকার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হোসেনপুর গ্রামের নমপাড়ার কালি ও লোকনাথ আশ্রম সংলগ্ন যুবরাজ সরকার বাড়িতে এই ঘটনা ঘটে।
নন্দনী সরকার ওই বাড়ির কৃষ্ণের ছোট মেয়ে এবং অহনা সরকার সঞ্জয় সরকারের বড় মেয়ে। দুই শিশু কালি মন্দিরের শিশু শ্রেণির ছাত্রী।
নিহত শিশুদের স্বজনরা জানায়, তাদের বাড়িতে রাধা কৃষ্ণের রাধা অষ্টমী অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ শেষে তারা খাবার খেয়ে পানিতে প্লেট ধোয়ার জন্য দু’জনে ঘরের পাশে পুকুরের ঘাটে গেলে পা পিছলে পড়ে যায়। কিছুক্ষণ পড়ে তাদের দেহ পুকুরে ভেসে উঠলে প্রসাদ নিতে আসা প্রতিবেশীর ডাক-চিৎকারে শিশু দুইটিকে উদ্ধার করে।
তাৎক্ষণিক তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক উভয় শিশুকে মৃত বলে ঘোষণা করেন। শিশুদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

০৯ সেপ্টেম্বর, ২০১৯।