চাঁদপুরে পুস্তক ব্যবসায়ীদের সাথে মতবিনিময়


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার পুস্তক ব্যবসায়ীদের সাথে ‘নোট বই নিষিদ্ধকরণ আইন-১৯৮০’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো বই। বইয়ের মাধ্যমে মানুষ তার জীবনকে সুন্দর করে গড়ে তুলে। তাই নিষিদ্ধ নোট বই বিক্রি করা যাবে। নিষিদ্ধ নোট বইয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তাই সবাইকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। আসুন আমরা সকলকে একটি সুন্দর দেশ গড়ি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা পুস্তক সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোরশেদ সেলিম প্রমুখ।

২৫ জুলাই, ২০১৯।