স্টাফ রিপোর্টার :
দি ফার্মার্স ব্যাংকের চাঁদপুর শাখার ম্যানেজার হিসেবে মো. মোজাম্মেল ভূঁইয়া পুনরায় যোগদান করেছেন। গত ৫ নভেম্বর সকালে তিনি ব্যাংকে গেলে তাকে বরণ করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।
জানা যায়, চাঁদপুরে ফার্মার্স ব্যাংকের উদ্বোধনে পর থেকে মো. মোজাম্মেল ভূঁইয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর চলতি বছরের ২০ জুলাই তিনি ঢাকায় ফার্মার্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে কো-অর্ডিনেটর হিসেবে ৩ মাসের জন্য দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন শেষে ৫ নভেম্বর সকালে তিনি পুনরায় চাঁদপুর শাখার ম্যানেজার হিসেবে যোগদান করেন।