চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ


তোমরা দেশ-বিদেশে খেলে চাঁদপুরের সুনাম বয়ে আনবে
…… শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব দেশ ও দেশের মানুষকে ভালবেসে গেছেন। মানুষের কল্যাণে তারা সব সময় কাজ করেছেন। তাদের আদর্শ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, তোমাদের মধ্য থেকে আমরা জাতীয় দলের খেলোয়াড় পাবো। তোমারা দেশে ও বিদেশে খেলে চাঁদপুরের সুনাম বয়ে আনবে। তোমাদের খেলোয়াড়সুলভ মনোভাব রাখতে হবে। নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
ফাইনাল খেলা (বালক) অংশগ্রহণ করে চাঁদপুর সদর ও চাঁদপুর পৌরসভা। দুই দলের খেলায় ট্রাইবেকারে ৬-৫ গোলে সদর উপজেলাকে হারিয়ে চাঁদপুর পৌরসভা চ্যাম্পিয়ন হয়। বালিকা দলেও চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ৪-৩ গোলে চাঁদপুর পৌরসভাকে হারিয়ে সদর উপজেলা দল জয়লাভ করে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্তকর্তা ফেরদৌসী বেগম, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।

০২ অক্টোবর, ২০১৯।