ইল্শেপাড় রিপোর্ট
জাতীয় বাজেট ২০১৯-২০ ঘোষণার পরপরই চাঁদপুরে লাফিয়ে লাফিয়ে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। ফলে সাধারণ মানুষের উপর বাড়ছে অতিরিক্ত খরচের বোঝা। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষরা অনেকটাই বিপাকে।
এমনকি সংসদের বাজেট ঘোষণার আগে থেকেই সিগারেটসহ তামাকজাত দ্রব্যের দাম বাড়িয়ে দেয় পরিবেশকরা। এ ব্যাপারে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) এর কর্মকর্তাদের কোন কার্যক্রম দেখা যায়নি।
তবে বাজেটকে ঘিরে অসাধু ব্যবসায়ীরা পূর্বপ্রস্তুতি হিসেবে কৃত্রিম সংকট করে দামবৃদ্ধির অভিযোগ থাকলেও নেই কোন তদারকি। আগে-পরে তদারকির জন্য কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) দেখা গেলেও, এখন তারা বাজারে নেই।
এমন পরিস্থিতিতে পেঁয়াজ, রসুন, চিনি, আদা, গুঁড়া দুধ, মসলা, এলপি গ্যাস, বিড়ি-সিগারেটসহ অন্যান্য পণ্যের দাম লাগামহীন বাড়ছে। মূল্যবৃদ্ধির গতি দেখে সাধারণ ভোক্তারা উদ্বিগ্ন হয়ে পড়ছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য ক্যাব’র দেখভালের কথা থাকলেও তাদের মাঠে না দেখে ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা দিচ্ছে বলে অভিযোগ উঠছে।
এছাড়া সরকারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরস্থ কর্মকর্তাদের এ ধরনের কোন কাজে কখনো দেখা যায়নি। তবে কালে-ভদ্রে তাদের বিশেষ-বিশেষ অভিযানে নামতে দেখা যায়। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখ দিয়েছে- তারা কি ভোক্তা অধিকার সংরক্ষণ করছে?
অপরদিকে অভিযোগ আছে, চাঁদপুরে ক্যাবে’র দায়িত্বশীলরা ইচ্ছাকৃতভাবেই বাজেট পরবর্তী মাঠে নেই। তাদের তদারিক সুযোগ থাকলেও হঠাৎ কার্যক্রম বন্ধ করে দেয়ায় ভোক্তাদের মাঝেও দেখা দিয়েছে নানা প্রশ্ন। কেউ কেউ বলছে, ক্যাব হচ্ছে অতি উৎসাহী প্রতিষ্ঠান। তারা মাঝে-মাঝে রোজা কিংবা ঈদে জানান দেয় বাজার পরিদর্শনে আছি আমরা। কোথাও হতে কিছু সুবিধা মিললেই থাকে না আর তাদের খবর। এদিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে চাঁদপুরে দায়িত্বরত ক্যাবের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে উচ্চ আদালতের আদেশে বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ পণ্য সরিয়ে নিতে নির্দেশ দিলেও চাঁদপুরে তা এখনো কার্যকর হয়নি। ফলে সাধারণ মানুষ এখনো ঐসব ভেজাল পণ্য না জেনেই দেদারছে কিনছে। যদিও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসব পণ্য অপসারণ করা কথা। তবে চাঁদপুরের প্রশাসনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করায় ঐসব নিষিদ্ধ পণ্যও গ্রাম-গঞ্জের বাজারে অবাধে বিক্রি হচ্ছে। এখানে ভোক্তারা দেখছে, চাঁদপুরে নেই ক্যাবের কোন কার্যক্রম।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে বাজেট ঘিরে বাড়ছে নিত্যপণ্যের দাম