অ্যাড. শেখ মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শেখ মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যলয় আলোচনা সভা ও দোয়ায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রিয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফি উদ্দিন আহমেদ, বর্তমান যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, শেখ মতিউর রহমানের ছোট ভাই ডা. মোস্তাফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান শফিকুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, অ্যাড. জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
২৯ আগস্ট, ২০১৯।