চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে শহরের চিত্রলেখা মোড় এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং পরিচালনা করেন সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, আলমগীর আলম জুয়েল, দপ্তর সম্পাদক শরিফ আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, সামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এএইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দলীয় কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দুপুরে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মানুষের মাঝে খাবার বিতরণ করেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।

০২ সেপ্টেম্বর, ২০২৪।