চাঁদপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী

চাঁদপুরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। -ইল্শেপাড়

মানুষ নিজেই একজন বিজ্ঞান

…………..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

এস এম সোহেল
চাঁদপুরে ৩ দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নের হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজ্ঞান মেলা নিয়মিতভাবে আয়োজন করা হবে। এ ধরনের মেলা বিজ্ঞানমনস্ক ব্যক্তিদের আগ্রহী করবে এবং পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও বিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী হবে। বিজ্ঞান কোন জটিল কিছু নয়। মানুষের জানার কোন শেষ নেই। মানুষ নিজেই একজন বিজ্ঞান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ তোমরা যারা এই বছর মেলা অংশগ্রহণ করতে পারোনি, আগামি বছর তোমরা যাতে আবার এই মেলাতে অংশগ্রহণ করতে পারো সে ব্যাপারে প্রস্তুতি নিবে। বিজ্ঞানকে জটিলভাবে নয়, সহজভাবে জানার চেষ্টা করতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং বিশিষ্ট কবি ও লেখক ডা. পিযূষ কান্তি বড়ুয়ার পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সুমন খান, লিটন কান্তি দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
চাঁদপুর জেলা জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপ থেকে ১ম স্থান অধিকারী চাঁদপুর সরকারি কলেজেট দ্বাদশ শ্রেণির ছাত্র ইরফান আহমেদ আশিক, ২য় স্থান অর্জন করে আল-আমিন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সামিয়া তাসনীম স্নেহা, ৩য় স্থান অর্জন করে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সামিমা আক্তার বিথী, ৪র্থ স্থান অর্জন করে করফুন্নেছা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন আক্তার ও ৫ম স্থান অর্জন করে সূচীপাড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নাঈমা আক্তার মুন্নি।
প্রকল্পের ফলাফল সিনিয়র গ্রুপ থেকে ১ম স্থান অধিকারী ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র স্বাধীন মাহমুদ, ২য় স্থান অর্জন করে কচুয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ৭ম পর্বের ইলেক্ট্রনিক্স টেকনোলোজির ছাত্র মো. এমদাদুল হক ও ৩য় স্থান অর্জন করে শোল্লা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সজীব হোসেন।
প্রকল্পের বিশেষ গ্রুপ থেকে ১ম স্থান অধিকারী চাঁদপুর সরকারি কলেজের ডিপ্লোমা ৬ষ্ঠ পর্বের ছাত্র আবু সাঈদ নয়ন ও ২য় স্থান অর্জন করে চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা ২য় বর্ষের ছাত্রী নবনীতা রায় চৌধুরী।