চাঁদপুরে বিজয়া দশমীর পুনর্মিলনী

তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় প্রার্থনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীর পর বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৫ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীর শোভাযাত্রা শেষে রাতে পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র স্বামী অ্যাড. তৌফিক নেওয়াজের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তমাল ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, নেতা প্রবীর পোদ্দার, অমল রক্ষিত মনা, গৌতম বর্ধন, সংগ্রাম চন্দ, অজয়, রতন মিত্রসহ আরো অনেকে।
বক্তারা বলেন, মা দুর্গা এ বছর ঘোড়ায় চড়ে এসে আবার ঘোড়ায় চড়ে চলে গেছেন। দেবী দুর্গা আবির্ভূত হন মহামায়ার আধ্যাশক্তি রূপে। তিনি আবির্ভূত হন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য। তিনি দশ হস্তের অসুর বিনাশানী দেবী রূপে আবির্ভূত হন। সমাজে যখন অসংগতি ও অত্যাচারের মাত্রা বেড়ে যায় তখনই তিনি অসুর নিধনে ধরাধামে আবির্ভূত হন। আমরা কালী বাড়ি মন্দিরে ৫ দিনব্যাপী আনন্দ ঘন পরিবেশে দুর্গা পূজা উদ্যাপন করেছি। প্রশাসনের সার্বিক সহযোগিতা পেয়ে ভক্তারা মন্দিরে পূজায় ব্রত হয়েছিল। বিজয়া দশমীতে পুলিশ সুপার মাহবুবুর রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ পরিবেশে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিজয়া দশমীর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষে চৌধুরী ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে বিসর্জন সম্পন্ন করা হয়।
বক্তারা আরও বলেন, শহরের মুক্তিযোদ্ধা সড়কের মজুমদার বাড়ির দুর্গা মন্দিরটি যেন স্থায়ীভাবে মন্দির করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী অ্যাড. তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে ভক্তদের মাঝে শান্তির জল প্রদান করা হয়।

১০ অক্টোবর, ২০১৯।