চাঁদপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


স্টাফ রিপোর্টার
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে র‌্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি তার বক্তব্যে বলেন, অনেকের মধ্যে একটি ধারণা রয়েছে ধূমপান করলে টেনশন মুক্ত হওয়া যায়। মূলত এ কারণেই অনেকে ধূমপান করে থাকেন। এই ধারণা তাদের পরিহার করতে হবে। আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস। শুধুমাত্র ঘরোয়া আলোচনায় এই দিবসটির সফলতা আসবে না। এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের আরো বেশি সচেতনতামূলক অনুষ্ঠান করতে হবে। যত বেশি জনসচেতনতা বাড়ানো যাবে ততো বেশি সফলতা আসবে।
সভায় বক্তব্য রাখেন পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আবু খালেদ মো. সাইফ উল্লাহ, উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা. গোলাম কাউছার হিমেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনেপেক্টর মজিবুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলি, ব্যাংকার মজিবুর রহমান প্রমুখ।