
জীবন-যাপন সুন্দর করতে পরিবেশ সুস্থ রাখার বিকল্প নেই
——–অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান
এস এম সোহেল
‘আসুন বায়ু দূষণ রোধ করি’ এই প্রতিপদ্য বিষয়ে সারা দেশের মতো চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সৌর জগতের একমাত্র গ্রহ হচ্ছে পৃথিবী, যেখানে জীবের অস্তিত্ব রয়েছে। আমরা ব্যক্তি পর্যায়ে পৃথিবীকে ধ্বংস না করলে পরিবেশ সুন্দর হবে। বায়ু দূষিত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষ। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে অধিক গাছ রোপণ করি, পরিবেশ রক্ষা করি।
তিনি আরো বলেন, মানবজাতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাই সচেতন হলে পৃথিবী আরো বেশি সুন্দর হবে। সবাইকে যার যার অবস্থান থেকে গাছ লাগানোর মধ্যমে অক্সিজেনের উৎপাদন করতে হবে। আমাদের কার্বন জাতীয় উৎপাদন কমাতে হবে। প্রকৃতিকে সুস্থ রাখার জন্য আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের জীবন-যাপন সুন্দরভাবে পরিচালিত করতে পরিবেশ সুস্থ রাখার বিকল্প নেই। সুন্দর নির্মল আবহাওয়া নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সনাক চাঁদপুরের সভাপতি অধ্যাপক মোশারেফ হোসেন, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র সাব-এডিটর শাওন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রবন্ধ উপস্থাপনা করেন চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রূপক রায়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ৯জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।