চাঁদপুরে ব্র্যাকের দোয়া ও ইফতার মাহফিল


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের টেকনিক্যাল কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্র্যাকের প্রতিনিধিরা মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে সেবা করে যাচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্র্যাক কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা প্রতিনিধি মো. জিয়াউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. শাফায়াতুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. জহিরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুল মোনায়েম খান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. সাইদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. তারেক হাসান, লিগ্যাল এন্ড কমপ্লায়েন্ড লইয়ার মো. কামাল উদ্দিন, ইউপিজি কর্মসূচি শিপন চন্দ্র, এইচআর ডেপুটি ম্যানেজার এ কে এম আনিসুল ইসলাম, ব্র্যাক জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিন প্রমুখ।