স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৪ দিনব্যাপী ভরত নাট্যম কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে সাংস্কৃতিক অঙ্গন অনেক সমৃদ্ধ। এখানে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে অনেকেই জাতীয় পর্যায়ে চাঁদপুরের সুনাম বয়ে এনেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যে বন্ধন সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। বিশেষ করে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের সাথে ভারতের অনেকগুলো সংগঠনের চমৎকার সম্পর্ক রয়েছে, তা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী ও নৃত্য প্রশিক্ষক মধুমতি পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, শরীফ চৌধুরী, রুপালী চম্পক, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তপন সরকার, ডা. পীযুষ কান্তি বড়ুয়াসহ আরো অনেকে।
সবশেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ভরত নাট্যম কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
১৯ সেপ্টেম্বর, ২০১৯।