চাঁদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা


জেলা প্রশাসনের পক্ষ থেকে মশার ঔষধ ও মেশিন ক্রয় করা হয়েছে
……………..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ডেঙ্গু বিষয়ে সচেতনা জরুরি। ডেঙ্গু জ্বরের সংক্রমণ বেড়েছে। এডিস মশার কারণেই ছড়ায় ডেঙ্গু। তাই ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে মশার ঔষধ ও মেশিন ক্রয় করছি। আর কেউ যদি নিজস্ব উদ্যোগে এ মেশিন ক্রয় করে তাকে সাধুবাদ জানাই। প্রয়োজনে আমরা তার কাছ থেকে ভাড়া নেবো। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে জেলা কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউদ্দিন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. সালেহ আহমেদ, আবাসিক সার্জন ডা. মাহমুদুন্নবী মাসুম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল, ডা. আবু সাদাত মোহাম্মদ সায়েম, রেজিস্ট্রার মেডিসিন ডা. পীযুষ চক্রবর্তী, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. মো. গোলাম কাউসার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মো. সিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন প্রমুখ।

২৫ জুলাই, ২০১৯।