চাঁদপুরে মাছের আড়ৎ সরগরম

স্টাফ রিপোর্টার
দুই থেকে আড়াই মাস পরে দক্ষিণাঞ্চল থেকে আমদানি হওয়া ইলিশ আসার কারণে সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের মৎস্য আড়ৎ। মার্চ-এপ্রিল পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকার কারণে অনেকটা অবসর ও বেকার সময় কাটিয়েছেন ইলিশ ব্যবসায়ী এবং এর সাথে জড়িত শ্রমিকরা। বর্ষার পানি বৃদ্ধি ও বৃষ্টি হওয়ার কারণে এখন আবার দক্ষিণাঞ্চলের জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ। আমদানিকৃত ইলিশে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।
গতকাল মঙ্গলবার বিকালে চাঁদপুরের ইলিশের প্রধান মাছের আড়তে গিয়ে ইলিশ আমদানি ও ক্রয়-বিক্রয়ের এই চিত্র দেখা গেছে। সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত সাগর নিকটবর্তী দক্ষিণাঞ্চল থেকে ট্রলারে করে ইলিশ নিয়ে আসছে ব্যবসায়ীরা। ইলিশ বোঝাই করে মাছ নিয়ে একের পর এক ট্রলার আসছে। ট্রলার থেকে ঝুড়ি আর টুরকি দিয়ে মাছগুলো আড়তে উঠাচ্ছেন শ্রমিকরা।
প্রায় ২০ থেকে ২৫টি আড়তে মাছগুলো স্তূপ করে রাখার পর শুরু হয় দর দাম নিয়ে হাকডাক। মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রয়কৃত ইলিশ বাক্স করে রপ্তানি করার জন্য কাজ করছেন অন্য শ্রমিকরা।
শ্রমিকদের নেতা হুমায়ুন কবির ও শ্রমিক ওমর ফারুক জানান, গত কয়েক মাস ইলিশের আমদানি না থাকায় তাদের সংসার চালানো কষ্ট হয়েছে। প্রায় ৩শ’ শ্রমিক এই মাছঘাটে প্রতিদিন কাজ করে। মাছ আমদানি শুরু হয়েছে, আরো বাড়বে। ভর মৌসুমে প্রত্যেক শ্রমিকের ১ থেকে দেড় হাজার টাকা রোজগার হয়।
মেসার্স মিজানুর রহমান ভূঁইয়া মৎস্য আড়তের ম্যানেজার ফারুক হোসেন দর্জি জানান, আমদানিকৃত ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশের মণ ৮০ থেকে ৮৫ হাজার, ৭শ’ থেকে ৮শ’ গ্রাম ইলিশের মণ ৩৭ থেকে ৩৮ হাজার, ৫শ’ থেকে ৬শ’ গ্রাম ওজনের ইলিশের মণ ২৪ থেকে ২৫ হাজার টাকা। পদ্মা-মেঘনায় আহরিত ইলিশের মূল্য প্রতিমন ৫-৭ হাজার টাকা বেশি।
চাঁদপুর জেলা মৎস্যজীবী নেতা তসলিম বেপারী জানান, আমাদের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ নেই। দক্ষিণাঞ্চলের ইলিশ গত কয়েকদিন আমদানি শুরু হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে চাঁদপুরের জেলেরাও ইলিশ পাবে।
চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী হাজি শবে বরাত বলেন, গত কয়েক মাস চাঁদপুরে ইলিশের আমদানি ছিলো না। গত ৩ দিন নোয়াখালী, হাতিয়া, লক্ষ্মীপুর, আলেকজেন্ডার এলাকা থেকে ইলিশ আমদানি শুরু হয়েছে। এইসব ইলিশ ব্যবসায়ীরা ক্রয় করার পর বিভিন্ন বাহনে করে চলে যাচ্ছে পাবনা, ইশ^রদী, ময়মনসিংহ ও জামালপুরে। চাঁদপুরের পদ্মা-মেঘনার রূপালী ইলিশের সংখ্যা খুবই কম এবং কেজিপ্রতি দামও ২ থেকে আড়াইশ’ টাকা বেশি।

৩ জুলাই, ২০১৯।