স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সজিব মিজি (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার রাতে চাঁদপুর শহরের ১৫নং ওয়ার্ডস্থ মধ্য বিষ্ণুদী এলাকার থেকে তাকে আটক করা হয়। আটক সজিব মিজি স্থানীয় মো. বাবুল মিজির ছেলে।
জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ সরকার অভিযান চালায়। এসময় সজিককে ৬০পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ১৩ ডিসেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়।