চাঁদপুরে মাদক বিক্রেতার ১ বছরের সাজা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের কালী বাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেটিসি কলোনী এলাকার এক যুবককে ১২ পুরিয়া গাঁজাসহ আটক করে। গতকাল রোববার দুপুর ১টার দিকে কালীবাড়ি এলাকার কোর্ট স্টেশন পশ্চিম পাশের প্লাটফর্মের রেললাইনের উপর থেকে জেটিসি কুলি বাগানের মৃত মানিক চন্দ্র দে ছেলে মুসলিম ধর্ম গ্রহণকারী রাজিবুল ইসলাম রাজু (২২) কে আটক করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আজিজুন্নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক রাজিবুল ইসলাম রাজুকে ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ১শ’ টাকা জরিমানা করেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, আটক রাজিবুলের কাছে আর মাদক ছিল। সে ওইসব মাদক খেয়ে ফেলেছে। তবে তার প্যান্টের পকেট থেকে ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আজিজুন্নাহার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক রাজিবুল ইসলাম রাজুকে ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ১শ’ টাকা জরিমানা করেন।

০৭ অক্টোবর, ২০১৯।