
অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট দেয়া দুর্নীতি…………….. জেলা প্রশাসক
এস এম সোহেল
চাঁদপুর জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিভাগ নিয়ে যখন কথা হয় তখন ১১ জেলার মধ্যে বলাবলি হয় চাঁদপুর একটা মডেল। নদীতে মাছ নিয়ে, আইন-শৃঙ্খলা উন্নয়নসহ যে কোন বিষয় নিয়ে কথা উঠলে সেখানে চাঁদপুরকে বলা হয় মডেল জেলা। সাম্প্রতিক কিছু ঘটনা চাঁদপুরে ঘটেছে, যা চিন্তা করা যায় না। সেখানে বিভিন্ন অপরাধ চক্র এমন কিছু ঘটনা করে ফেলে। যেখানেই কোন ঘটনার তথ্য পাবেন সেখানেই ব্যবস্থা নিয়ে সমাধান করতে হবে। এজন্য আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে সচেতন হওয়া।
তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নে এখন থেকে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করবো। যারা সরকারের বিরুদ্ধে কাজ করবে তাদের আইনের আওতায় আনা সহজ হবে। চাঁদপুর শহরসহ জেলার সব শহরে শান্তির জন্য আমরা কাজ করছি। সন্ত্রাস ও মাদকমুক্ত আন্দোলন বাংলাদেশ নামে সংগঠন করেছি। এ সংগঠনের মাধ্যমে আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো। আমাদের ম্যাজিস্ট্রেটদের বলা আছে তৃণমূলের মানুষের সাথে কথা বলবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা ও সমাধানের চেষ্টা করা। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
সড়ক দুর্ঘটনা বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, চাঁদপুরে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে মোবাইল টিম কাজ করতে হবে। ফিটনেস ও অনুমোদনহীন যান চলাচল করতে পারবে না। এ জেলা শহরে কতগুলো যান অনুমোদন নিয়ে চলাচল করে সেটা সবাইকে জানিয়ে দিতে হবে।
মতলব দক্ষিণে এক কিশোরের ধর কেটে হত্যা প্রসঙ্গে বলেন, মতলব দক্ষিণে এক কিশোরের ধর কেটে বিচ্ছিন্ন করার ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য পুলিশকে কঠোর হতে হবে। নারী নির্যাতনের ঘটনাগুলো খতিয়ে দেখলে দেখা যাবে সাধারণ ঘটনাগুলো বড় রুপ নিচ্ছে। আমাদের আরো বেশি সচেতন হতে হবে যাতে ছোটখাটো বিষয় বড় রূপ নিতে না পারে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মতলব দক্ষিণে এক কিশোরের ধর কেটে বিচ্ছিন্ন জায়গায় রেখেছিলো। পরবর্তীতে এটিকে একটি অপতৎপরতা চালানোর চেষ্টা চালিয়েছিলো। কিন্তু মতলব দক্ষিণ থানা পুলিশ বিষয়টিকে শক্ত হাতে হ্যান্ডেলিং করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিচ্ছিন্ন ধর উদ্ধার করা হয়। যাদের আটক করা হয়েছে তারা জুয়ারী। জুয়ার টাকা জোগাড় করার জন্য এক বন্ধু অন্য বন্ধুকে বলে ওর মোবাইলটি ভালো। ঐ কিশোরের স্যামসাং মোবাইলটি বিক্রি করে জুয়ার টাকা মিল করতে ধর কেটে পাশের পুকুরে ভাসিয়ে দেয়।
বক্তারা হাসপাতালের রোগীদের মেডিকেল সার্টিফিকেট প্রসঙ্গে বলেন, ছোট-খাটো বিষয়ে হাসপাতালে গিয়ে ১৫শ’/২ হাজার টাকা দিলে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেয় ডাক্তাররা। এ মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দিয়ে একে অপরের বিরুদ্ধে মামলা করে হেয়-প্রতিপন্ন করছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্যাহ বলেন, মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আছে মেডিকেল সার্টিফিকেটের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। আবাসিক মেডিকেল অফিসার প্রধান ও ২ জন মেডিকেল অফিসার সদস্য। মেডিকেল সার্টিফিকেট নিতে হলে ৩ জন ডাক্তারের স্বাক্ষর লাগবে। এ অভিযোগগুলো আমরা পাচ্ছি। টাকা নেয়ার কোন বিধি-বিধান নেই। এরকম কোন ঘটনা হলে এটি সম্পূর্ণ দুর্নীতির মধ্যে পড়ে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান দ্বিমত পোষণ করে বলেন, প্রত্যেক উপজেলায় ৩ জনের কমিটি আছে, এটি ভালো। চাঁদপুর জেলার কোন হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে মিথ্যা মেডিকেল সার্টিফিকেটের কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। এরকম কোন অভিযোগ থাকলে আমাদের জানাবেন, আমরা শক্তভাবে দেখবো। একজন বিসিএস অফিসার সম্মানিত ডাক্তার। অর্থের বিনিময়ে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দিলে এরকম একজনও চাঁদপুর জেলায় থাকতে পারবে না। অর্থের বিনিময়ে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেয়া মানে দুর্নীতি করা।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চাঁদপুর সরকারি কলেজের মহিলা হোস্টেল নিয়ে পত্রিকায় লেখা-লেখি হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য অধ্যক্ষের প্রতি অনুরোধ জানান। নদীর পাড়গুলো দখল হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থাগ্রহণের আহ্বান জানান। চাঁদপুর শহরে কোন ট্রাক্টর চলে না। বিভিন্ন উপজেলা ট্রাক্টর চলাচল করছে। এ বিষয়ে নজর দেয়া প্রয়োজন।
বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় আরো বক্তব্য রাখেন এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. ছিদ্দিকুর রহমান ঢালী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উল্যাহ চৌধুরী, শাহরাস্তি পৌরসভার মেয়র আ. লতিফ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুভাষ রায়, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, চাঁদপুর পাসপোর্ট কর্মকর্তা মো. তাজবিল্লাহসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
০৯ সেপ্টেম্বর, ২০১৯।