টোকেন দিয়ে মাছ ধরার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা…………………… ডিআইজি আতিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার
নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম পিপিএম বলেছেন, মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশ সদা তৎপর রয়েছে। কর্মসূচি সফল করতে পূর্ব প্রস্তুতি হিসেবে ঝটিকা অভিযান পরিচালনা করেছি। অথবা কিভাবে মা ইলিশ রক্ষা করা যায় পরিকল্পনা করতেই প্রস্তুতি নিচ্ছি। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর মেঘনা নদীর অভয়শ্রম এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কর্মসূচি সফল হওয়ায় দেশে ইলিশের উৎপাদন ক্রমাগত বেড়েছে। আগের মতো এবছরও কার্যক্রম সফল করতে নৌ-পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করে যাবে। আমরা যদি এই ২২ দিন নদীতে ইলিশ আহরণ না করি তাহলে প্রচুর পরিমাণ ইলিশ উৎপাদন বাড়তে। জেলে ও ব্যবসায়ীদের সচেতন করতে মূলত আমাদের এই মহড়া। নৌ-পুলিশ আগের মতো এবারো অভিযানে ভালো ভূমিকা রাখবে। টোকেন দিয়ে নদীতে মাছ ধরার ব্যাপারে নৌ-পুলিশের নামে যে অভিযোগ এসেছে তা সুনির্দিষ্টভাবে পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, মোল্লা মো. নজরুল ইসলাম ও মাহবুবুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, ঢাকার নৌ-পুলিশ সুপার হারুনুর রশিদ, চাঁদপুর নৌ-পুলিশ সুপার জমসের আলী, পুলিশ সুপার (এডমিন) সফিকুল ইসলাম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ-অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন, মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিমউদ্দিনসহ জেলা ও নৌ-পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
০৮ অক্টোবর, ২০১৯।