মনিরুল ইসলাম মনির
তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দ্রæতগতিতে এগোচ্ছে। ইতোমধ্যে মাস্টারপ্ল্যান তৈরি করে দেশের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন আইটি সেন্টার গড়ে তোলা হচ্ছে। উদ্দেশ্য- উদ্যোক্তা তৈরি ও আইটি সেক্টরে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এরই একটি নির্মাণ করা হচ্ছে মতলব দক্ষিণ উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। ধনাগোদা নদীর তীরে প্রায় ৬ একর জমির ওপর এটি গড়ে তোলা হচ্ছে।
বছরে প্রায় এক হাজার তরুণের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে পুরোদমে এগিয়ে চলছে চাঁদপুরের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই চালু হবে এই প্রতিষ্ঠান।
দেশে নতুন কর্মসংস্থান তৈরিতে আশার আলো হয়ে ওঠেছে প্রযুক্তি খাত। আর সেই সম্ভাবনা কাজে লাগিয়ে মতলব দক্ষিণ উপজেলায় চলতি বছরের ফেব্রæয়ারিতে শুরু হয় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার তৈরির কাজ। ধনাগোদা নদীর তীরে প্রায় ৬ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এটি।
এখানে কাজ করা শ্রমিকরা জানান, বর্তমানে দেয়ালের ঢালাইয়ের কাজ চলছে। এই প্রতিষ্ঠানটি নির্মাণকাজ দ্রæত এগিয়ে চলছে।
৮৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটিতে ৬ তলা বিশিষ্ট একটি প্রশিক্ষণ ভবন ছাড়াও নির্মাণ করা হবে বেশকিছু স্থাপনা, থাকবে খেলার মাঠও। এসএসসি পাস করার পরে সেখানে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিবছর প্রশিক্ষণ পাবেন এক হাজার শিক্ষার্থী।
ইতোমধ্যে ভবনের পাইলিংয়ের কাজ শেষ করে ভবন নির্মাণের কাজ এগিয়ে চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের আশা, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে কাজ। তবে, গুণগত মান ঠিক রাখতে প্রতিনিয়ত পরিদর্শন করছে প্রকল্প সংশ্লিষ্টরা।
রহমান ট্রেডার্সের ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, এটি নির্মাণের অগ্রগতি অনেক ভালো রয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই ভবনগুলো হস্তান্তর করতে পারবো।
১১ আইটি বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির উপ-সহকারী প্রকৌশলী প্রতিম চাকমা বলেন, সবসময় আমরা এটি পর্যবেক্ষণ করছি। যাতে এর গুণগত মান ঠিক থাকে।
এদিকে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এ উদ্যোগের ফলে অনেক বেকার যুবক একদিকে যেমন আইটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন, তেমনি হবে কর্মসংস্থানও।
বাংলাদেশ সেনাবাহিনীর ডিজেল প্ল্যান্টের তত্ত¡াবধানে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে চাঁদপুরসহ দেশের ১১টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
০৮ নভেম্বর, ২০২৩।