চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ৩ জানুয়ারি পর্যন্ত

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ৬ দিন বর্ধিত করা হয়েছে। ২৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় মেলা শেষ হওয়ার কথা থাকলেও ৬ দিন বাড়িয়ে তা শেষ হবে আগামি বছরের ৩ জানুয়ারি।
জানা যায়, আগামি ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পর্যন্ত চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলমান রাখতে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল কাছে আবেদন করেন মেলা কর্তৃপক্ষ। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক আগামি ৩ জানুয়ারি পর্যন্ত মেলা কার্যক্রম পরিচালনা করতে অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি এমএ ওয়াদুদ।
মেলা বর্ধিত হওয়ার কারণ প্রসঙ্গে জানা যায়, আগামি ২৯ ডিসেম্বর আমাদের প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর ও কংগ্রেসের এক এমএলএ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর মালোয়েশিয়া থেকে বাংলাদেশের প্রবাসী একটি মুক্তিযোদ্ধা ও প্রজন্ম দল মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্মৃতিচারণ অনুষ্ঠানে আসবে বলে মেলার কর্মকর্তারা জানিয়েছে।