তরুণরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে
…………….জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। কারণ তরুণরা যদি মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মনে লালন না করে। তাহলে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে মুজিবনগর দিবসকে বাঁচিয়ে রাখতে হবে। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
তিনি মহান ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। আর এটিই ছিলো বাংলাদেশের ১ম গঠিত সরকার। তৎকালীন সময়ে ওই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিলো। অর্থাৎ মুজিবনগর সরকার না হলে বাংলাদেশ নামক দেশটি স্বাধীন হতো না। যেজন্য ১৭ই এপ্রিলের ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই তরুণ প্রজন্মকেও ঐতিহাসিক মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা শিখাতে হবে।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে এবং ছড়াকার ডা. পীযূষ কান্তি বডুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদসহ আরো অনেকে।
পরে দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে মুজিবনগর দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Post navigation
