স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর জাতীয় পার্টির কমিটি ভাঙ্গার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের বিপণীবাগ পার্টি হাউসে সভায় সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি।
পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনা বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ মহসীন খান, জাতীয় পার্টি নেতা মো. শাহাজাহান মাতব্বর, শাহালম মিজি, ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন দর্জি, কেন্দ্রিয় ছাত্র সমাজের সাবেক সদস্য নাজমুল হোসেন গাজী, পৌর জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, মো. সেলিম খান, জেলা মহিলা পার্টির সদস্য রোকসানা হাজেরা, পৌর যুব সংহতির সদস্য সচিব মোজাম্মেল হোসেন মারুফ, সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব হারুন গাজী, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মিজি, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সেন্তু বেপারী, সহ-সভাপতি আলী মুন্সি, সাগর মিয়া, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির মিজান গাজী, সাধারণ সম্পাদক রফিক মিজি, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি সাত্তার গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, ১০নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির গাজী, ১২নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি (অব) মুনসুর আলী আখন, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামু বেপারী, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মোল্লা, পৌর জাতীয় পার্টির নেতা হাজি লিটন, মহসীন গাজীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জেলা জাতীয় পাটির আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে দুই মাসের জন্য। সেই আহ্বায়ক কমিটি আড়াই বছর অতিবাহিত হয়েছে। যেখানে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাহলে বলা যায় বর্তমান জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অবৈধ। তাহলে তারা কিভাবে চাঁদপুর পৌর জাতীয় পার্টির কমিটি ভেঙ্গে নতুন সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করেন।
বক্তারা আরো বলেন, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ জেলা জাতীয় পাটির আহ্বায়ক কমিটি মানি না এবং তাদের দেয়া চাঁদপুর পৌর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি মানি না। বর্তমান পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের নেতৃত্বে কমিটি বহাল থাকবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা মেয়াদোত্তীর্ণ ও অবৈধ জেলা জাতীয় পাটির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এমরান হোসেন মিয়াকে চাঁদপুর জেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
৯ জুলাই, ২০১৯।