চাঁদপুরে যক্ষ্মা সম্পর্কে ইমামদের সাথে মতবিনিময় সভা


প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে যক্ষ্মা সম্পর্কে মসজিদের ইমামদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিপণীবাগ পার্টি হাউজে সভায় সভাপতিত্ব করেন নাটাব চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বক্ষব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আবদুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটাব সম্পাদক অধ্যাপক আহছানুজ্জামান, ব্র্যাকের প্রতিনিধি মিজানুর রহমান, নাটাব কেন্দ্রিয় কমিটির ফিল্ড অফিসার বিচিত্র চন্দ্র দাস ও মুফতি সিরাজুল ইসলাম।
যক্ষ্মা একটি অতি প্রাচীন ঘ্যাতক ব্যাধি। প্রতি বছর লাখ-লাখ মানুষ এই রোগে মৃত্যুবরণ করেন। আগে এই রোগের চিকিৎসা ছিল না। বর্তমানে যক্ষ্মার চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। যক্ষ্মা সম্পর্কে অনেক সামাজিক কুসংস্কার রয়েছে। অনেকেই যক্ষ্মা বংশগত ও ছোঁয়াচে রোগ বলে মনে করে। যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতার অভাবই এর প্রধান কারণ। চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও বিভিন্ন কারণে যক্ষ্মারোগী চিহ্নিতকরণ ও চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। যখন কোন ব্যক্তি যক্ষ্মার লক্ষণ থাকা সত্বেও সময়মত পরীক্ষা ও ডাক্তারের পরামর্শের জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসে না, তখন সেই ব্যক্তির কফ, হাঁচি ও কাশির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) দেশের ঐতিহ্যবাহী বৃহৎ জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব ১৯৪৮ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাটাব যক্ষ্মারোগী সনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে তোলার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে।

০৫ আগস্ট, ২০১৯।