স্টাফ রিপোর্টার
চাঁদপুরে উৎবমুখর পরিবেশে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার শহরের চাঁদপুর শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।
শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত’র সভাপতিত্বে এবং যায়যায়দিনের জেলা প্রতিনিধি আল ইমরান শোভনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম-সম্পাদক হাসান মাহমুদ, ঢাকা টাইমস্রে জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচনা শেষে শিশু শিক্ষার্থীদের নিয়ে অতিথিবৃন্দ কেক কাটেন। এরপর বর্ণাঢ্য র্যালি বের হয়।
১৬ জুলাই, ২০১৯।