স্টাফ রিপোর্টার
চাঁদপুরে যুবদলের ৪১তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার দুর্নীতিবাজ সরকার। শেখ হাসিনা পুলিশ দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। দেশে কোন সুশাসন নেই। প্রকাশ্য দিবালকে মানুষ খুন করা হচ্ছে। যুবলীগ ও ছাত্রলীগ আজ টাকার পাহাড় বানিয়ে ফেলেছে। আমরা রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করবই। পুলিশ দিয়ে যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাধাঁ প্রদান করা হয়েছে। দলীয় কার্যালয় ঘিরে রেখেছে। এটা কেমন গণতান্ত্রিক দেশের আচরণ?
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহেমেদ বাহার, সহ-সভাপতি শাহানূর বেপারী শানু, সারোয়ার গাজী, মোস্তফা বন্দুকসী, শাহাজাহান কবির খোকা, মিজানুর রহমান খান, যুগ্ম-সম্পাদক কামাল পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, সালাহ উদ্দিন, পারভেজ আলম রবিন, অ্যাড. সাহেদুল হক সোহেল, সহ-সাধারণ সম্পাদক মান্নান খান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, হিরণ মাঝি, পৌর যুবদল নেতা জালিম খান, কাইয়ুম খান, সদর উপজেলা যুবদল নেতা সৈয়দ হোসেন, পৌর যুবদল নেতা মো. সুমন, জুলহাস আহমেদ জুয়েলসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

