শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হতে হবে : -আবু নঈম পাটওয়ারী দুলাল
এস এম সোহেল :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র ৭৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবলীগকে এগিয়ে নিয়েছিলেন। জাতির জনকের আদর্শে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ সব কর্মকা-ে কাজ করেছে। জাতির পিতা যেভাবে সব দলকে এক করে কাজ করেছে। আমরা বর্তমান সময়ে ঠিক একই ভাবে একত্রিত হয়ে কাজ করবো। এখন থেকে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামি নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবো।
তিনি আরো বলেন, আমরা চাঁদপুরকে নতুন করে সাজাতে চাই। চাঁদপুর শহর হবে নৌকার ঘাঁটি। সবাই মনোমালিন্য ভুলে, ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীকে চাঁদপুর থেকে নৌকার জয় উপহার দেবো। যারা দুর্দিনে আওয়ামী লীগে কাজ করেছে তাদের মূল্যায়ন করতে হবে।
পৌর যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল মালেক শেখের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসার সামনুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য আবু তাহের পাটওয়ারী, রাধা গোবিন্দ গোপ, বেলায়েত হোসেন বিল্লাল, পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদস্য স্বপন পাটওয়ারী, রাজিব চৌধুরী, নূরুর রহমান এনার, কালা বেপারী, ওমর ফারুক আজমীর, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ প্রমুখ।
আলোচনা সভা শেষে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।