চাঁদপুরে রাজু চত্বরের উন্মোচন ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ

শহীদ রাজুর ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে

এস এম সোহেল
১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জিয়াউর রহমান পাটওয়ারী রাজুর ২৮তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর স্টেডিয়ামে রাজু চত্বরের ফলক উন্মোচন করেন।
গতকাল সোমবার শহীদ রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজু চত্বরের উন্মোচন, কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। চাঁদপুর সরকারি কলেজের শহীদ মিনারের পাশে শায়িত শহীদ জিয়াউর রহমান পাটওয়ারী রাজুর সমাধীতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৮টায় চাঁদপুর সরকারি কলেজের শহীদ মিনারের পাশে শায়িত শহীদ জিয়াউর রহমান পাটওয়ারী রাজুর সমাধীতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন ও উপাধ্যক্ষ অসিত বরন দাশ।
এরপর সকাল সাড়ে ৯টায় চিত্রলেখার মোড়ে রাজু চত্বরের উন্মোচন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. সাজ্জাত ইসলাম, সাবেক নারী কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, ভাষ্কর্য শিল্পী মো. আজাদ হোসেন, ফেরদৌস মোরশেদ জুয়েল ও আতাউর রহমান পাটওয়ারীসহ আরো অনেকে।
এছাড়া শহীদ জিয়াউর রহমান পাটওয়ারী রাজুর সমাধীতে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক, শহীদ রাজু স্মৃতি সংসদ, জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তর্বক অর্পণ ও মোনাজাত করেন। এছাড়া পরিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজনা করা হয়।
উল্লেখ্য, ১৯৯০ সালে ২৮ নভেম্বর ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এরশাদ বিরোধী একটি মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হলে পুলিশ ওই মিছিলের উপর গুলি ছোড়ে। এ সময় মিছিলের সামনে থাকা ছাত্রনেতা রাজুর নাভির নিচে গুলি লাগে। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করানো হলে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩ ডিসেম্বর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চাঁদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ এই শহীদের নামে কলেজ গেটের নামকরণ করে রাজু তোরণ এবং নির্মিতব্য একাডেমিক ভবনেরও নামকরণ করে শহীদ রাজু ভবন, চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে শহরের চিত্রলেখা মোড়ে রাজুর নামে চত্বর নির্মাণ করে।