চাঁদপুরে রেললাইনের চুরি যাওয়া ১০টি ফিসপ্লেট উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রেলওয়ের ওয়াসপিটের রেললাইনে ব্যবহৃত চুরি যাওয়া ১০টি ফিসপ্লেট উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ ফিসপ্লেট চুরির সাথে জড়িত থাকার ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে নিরাপত্তা প্রহরীরা জলিল গাজীর ছেলে মনির গাজী (৩০) ও মৃত রতন গাজীর ছেলে মো. মোহন গাজী (৩৩) নামে দুই চোরকে আটক করেছে।
রেললাইন থেকে খুলে ফিসপ্লেট চুরি করা চোর মনির গাজী ও মোহন গাজী জানান, চাঁদপুর বড় স্টেশন রেলওয়েতে কর্মরত রেলওয়ে ক্যারেজ বিভাগের জুয়েল তাদের এ ফিসপ্লেট চুরি করে বিক্রি করার অনুমতি দিয়ে চুরি করিয়েছেন। পরে চুরি করে ফিসপ্লেট বিক্রির টাকা জুয়েলের হাতে তুলে দেওয়া হলে সে সেই টাকা ভাগ-ভাটয়ারা করে নিজে ৫ হাজার ৬শ’ টাকা নেয় ও চোরদের ৪ হাজার টাকা দেয় বলেও চোররা জানান। তাকে এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রেলওয়ে থানায় দায়ের করা তাদের অভিযোগে রেল কর্মচারীর বিষয়টি উল্লেখ করেননি বলে জানা যায়।
চাঁদপুর রেলওয়ে এলাকা ঘুরে ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানান, গত রোববার (১২ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে ফজর নামাজের আগে রেলওয়ে ওয়াসফিট থেকে ফিসপ্লেটগুলো চুরি করে অটোবাইক যোগে নিয়ে শহরের মিশন রোড জাহাঙ্গীর ও নতুন বাজার এলাকার পুরাতন লোহা ব্যবসায়ী মুকবুলের কাছে এ লোহার মালামাল ৯ হাজার ৬শ’ টাকায় বিক্রি করে বলে আটকরা জানান।
আটকরা শহরের রেলওয়ে কাঁচা কলোনীতে সরকারি বাসা দখল করে প্রায় ৭/৮ বছর যাবত বসবাস করে বলে চোরদ্বয় জানান। তারা জানান, রিকসা ও আটোবাইক চালানোর ফাঁকে তারা সুযোগ বুঝে চুরি করার এ কাজে জড়িত থাকে। প্রতিটি ২০ কেজি ওজনে ১৬টি ফিসপ্লেট ৩শ’ ২০ কেজির মাল চুরি হয়। রেলওয়ে ঠিকাদারের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ায় প্রতিপিস ফিসপ্লেট ১শ’ ৩০ টাকায় দরে ৪১ হাজার ৬শ’ টাকায় এ ফিসপ্লেট রেলওয়ে ক্রয় করেছে।
এ ব্যাপারে রেল কর্মচারী জুয়েল জানান, আমি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে আমার ব্যাপারে। যা’ সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের অপরাধীদের শাস্তি কামনা করছি।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ (হাবিলদার) মো. খোরশেদ আলম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্লাহ্ বাহার জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ২ জনকে আটক করে ১০টি ফিসপ্লেটসহ। এর মধ্যে একজন পালিয়ে যায়। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, রেলওয়ে চাঁদপুরে প্রায় ১ কোটি টাকায় ব্যয়ে রেলট্রেন পরিস্কারে জন্য রেলওয়ে বড়স্টেশন এলাকায় অত্যাধুনিক ওয়াসপিট নির্মাণ কাজ করেছে ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। সে ওয়াসপিট এখনও ব্যবহার বা সে নবনির্মিত ওয়াসপিট কর্তৃপক্ষ বুঝে নিয়ে তাদের কাজে লাগায়নি বলে এসএসএ/ই ওয়াকর্স মো. আতিকুর রহমান জানান। এর আগেই ওয়াসপিটে পিলারের উপর ফিসপ্লেট বসিয়ে তার উপর রেলবীট দিয়ে রেললাইন স্থাপন করা হয়। সে রেলওয়ের ১৬ পিস ফিসপ্লেট গত ১ সপ্তাহ আগে রাতের আঁধারে চুরি হয়ে যায়।
২০ সেপ্টেম্বর, ২০২১।