চাঁদপুরে লঞ্চ মালিক-শ্রমিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়


ঈদে ঘরে ফেরা লঞ্চযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে হবে
…..অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লঞ্চযাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে লঞ্চ মালিক প্রতিনিধি, নৌ-পুলিশ ও নৌ-যান শ্রমিক এবং সিএনজি মালিকসহ সংশ্লিষ্টদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর নৌ-থানায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদুল আজহায় নাঁড়ির টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যা একটু বেশি হয়। কারণ এ ঈদের সাথে কোরবানির বিষয়টি জড়িত। তাই অন্যান্য বছরের মতো এবারও ঘরমুখো লঞ্চযাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে হবে। লঞ্চযাত্রীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে লঞ্চঘাটে তারা যাতে কোনো প্রকার বিড়ম্বনার শিকার না হয়। এবারও লঞ্চ টার্মিনালে পুলিশ ক্যাম্পের পাশাপাশি দু’টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হবে।
তিনি বলেন, আপনারা নিশ্চই জানেন যে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। কাজেই ঢাকা থেকে লঞ্চযোগে অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী আসবে। এ রোগীরা যাতে করে ভালো সেবা পায় সে বিষয়ে খেয়াল থাকতে হবে। লঞ্চগুলো ঘাট ত্যাগ করার আগে লঞ্চের এসির পানির মধ্যে এবং প্রতিটি কেবিনে এ্যারাসোল স্প্রে করতে হবে। প্রতিটি লঞ্চে বাধ্যতামূলক এ্যারাসোল স্প্রে রাখতে হবে। প্রতিটি লঞ্চে অন্তত দু’জন নিজস্ব নিরাপত্তারক্ষী রাখতে হবে। কোন অবস্থাতেই অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।
তিনি আরো বলেন, ঘাটে প্রবেশের সময় যাত্রীদের টিকিট যাতে না ছিড়ে দ্বিতীয়বার ব্যবহার না করা হয়। বিষয়টি খেয়াল রাখতে হবে। এর আগে এ বিষয়ে জরিমানা করা হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা লঞ্চঘাটে প্রবেশের সময় তাদের কাছ থেকে টোল আদায় করতে হবে। কারণ যাত্রী নিয়ে টোল আদায় করতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সভায় বিগত বছরের আলোকে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে বক্তব্য রাখেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইসমাইল মিয়া, বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নৌ-থানার ওসি মো. আবু তাহের খান, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রহিম, কোস্টগার্ডের অফিসার ইছহাক আলী, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুর রহমান, সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আলমগীর হোসেন, নৌ-পুলিশের পরিদর্শক মো. হারুনুর রশিদ, পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর, মো. বিপ্লব সরকার প্রমুখ।

০৮ আগস্ট, ২০১৯।